জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার: আসিফ মাহমুদ

১০ সেপ্টেম্বর, ২০২৪

জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে তা এই সরকার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘ভারত এতদিন একটি দল, একটি সরকারের সঙ্গে কথা বলেছে- সেটি হলো আওয়ামী লীগ। এখন আর সে সুযোগ নেই। এখন বলতে হবে এ দেশের জনগণের সঙ্গে। জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে।’

তিনি বলেন, ‘আমরা শুনতে চাই দেশ গঠনের জন্য আসলে জনগণের রূপরেখাটা কি। আগামীর বাংলাদেশ নির্মাণ হবে জনগণের প্রণীত রূপরেখায়। আমরা সেটি নিশ্চিত করতে চাই। আপনারা যে রূপরেখা দেবেন আমরা ক্যাবিনেটে বসে সেসব রূপরেখা বাস্তবায়ন করে যাব।’

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান,খালেদ হাসান এবং নাঈম আবেদিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।