বিশ্ব গণতন্ত্র দিবসে সমাবেশের সিদ্ধান্ত বিএনপির

১০ সেপ্টেম্বর, ২০২৪

আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ হবে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ১৫ সেপ্টেম্বর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭-১৮ বছর ধরে দলের যারা গুম ও খুন হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকায় একটি প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের সমন্বয়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে।

সূত্রমতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঢাকা বিভাগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেছেন ডা. জাহিদ হোসেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।