সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি

১১ সেপ্টেম্বর, ২০২৪

সেন্টমার্টিন থেকে ফেরার পথে নাফ নদে একটি যাত্রীবাহী ট্রলারে মিয়ানমার থেকে গুলি চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে আব্দুর রশিদ নামের একজনের মালিকানাধীন যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদের বদরমোকাম মোহনায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

তিনি জানান, সকালে সেন্টমার্টিন থেকে ফেরার পথে একটি ট্রলারে গুলি করা হয়েছে। তবে কে করেছে সেটি জানা যায়নি।

ট্রলারে থাকা যাত্রী নাছির উদ্দিন বলেন, আমার মা অনেকদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য মাকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ট্রলারে করে নিয়ে যাচ্ছিলাম। মাঝপথে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে গুলি চালানো হয়। অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ট্রলারে একটি কাঠ ভেঙে পড়ে। আমরা অনেক আতঙ্কে আছি।