ভারতে এক ভিক্ষুককে পিটিয়ে হত্যা

১১ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের তেলেঙ্গানা অঙ্গরাজ্যে এক ভিক্ষুককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মেদাক জেলার গোমারাম গ্রামে গত বুধবার (৪ সেপ্টেম্বর) ওই ব্যক্তি তিনজনের মারধরে গুরুতর আহত হন। হামলার শিকার ব্যক্তি পরদিন মৃত্যুবরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

মেদাক জেলা পুলিশের প্রধান কর্মকর্তা উদয় কুমার জানিয়েছেন, চুরির অপবাদ দিয়ে ওই ব্যক্তির ওপর হামলা চালানো হয়েছে। হামলার শিকার ব্যক্তি স্থানীয় একটি বাস স্ট্যান্ডে ঘুমাতে গিয়েছিলেন। তখন আক্রমণকারীরা জোরপূর্বক তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর একটি চুরির স্বীকারোক্তি আদায়ে তাকে নৃশংসভাবে প্রহার করা হয়। মারধরে গুরুতর আহত ওই ব্যক্তি পরদিন মৃত্যুবরণ করেন।

ঘটনার পর পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা করে। ময়নাতদন্তের প্রতিবেদন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরেই গাঙ্গি রেড্ডি, তিরুপথি রেড্ডি ও মনিকান্ত গৌরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন উদয় কুমার। তিনি আরও জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনা উন্মোচন করতে তদন্তকাজ এখনও চলমান আছে।