ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ মারা গেছেন

১২ সেপ্টেম্বর, ২০২৪

ইবি প্রতিনিধি: হার্ট অ্যাটাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও কলামিস্ট আব্দুল মুঈদ মারা গেছেন। বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, অধ্যাপক মুঈদ রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আমরা জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

অর্থনীতি বিভাগের সভাপতি ড. কাজী মোস্তফা আরীফ বলেন, মুঈদ স্যার বাড়িতেই মারা গেছেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছেন তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আমরা আমাদের একজন অভিভাবককে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দোয়া করি, আল্লাহ যাতে তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।