পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

১৬ সেপ্টেম্বর, ২০২৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ আছে। একইসাথে বন্দরের অভ্যন্তরে সব ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. মুশফিকুর রহমান চৌধুরী।

এ বিষয়ে তিনি জানান, দিনাজপুরের হিলি স্থলবন্দর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক‌ দি‌ন বন্ধ থাকবে। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলবে না। তবে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফ জানিয়েছেন, হিলি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।