ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইবিতে আলোচনা সভা

১৬ সেপ্টেম্বর, ২০২৪

১২ রবিউল আউয়াল উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

সভায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ বি এম হিজবুল্লাহ। আলোচক ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম  জাকির হোসেন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন ও কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান । এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভায় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এ বি এম  হিজবুল্লাহ বলেন, পৃথিবীতে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হলে একমাত্র পথ প্রদর্শক হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি এসেছেন গোটা মানবজাতির রহমত স্বরূপ। দুনিয়ার যত দর্শন, মনুষ্য সৃষ্ট মতবাদ আছে এগুলোতে কোনো কল্যাণ নেই। একমাত্র কল্যাণের পথ রাসূলের নির্দেশিত পথে। তাই তরুণ ছাত্র সমাজ সেই পথে অগ্রসর হলে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সুফল পাবে।