চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

১৬ সেপ্টেম্বর, ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর পাঁচ বছর বয়সী ফাহিম নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাইসা গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। নিহত শিশু একই গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুল হোসেনের ছেলে।

শিশুর পরিবার ও এলাকাবাসী জানায়, বৃষ্টির পানিতে খেলছিল শিশু ফাহিম। এর কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এসময় গ্রামবাসীরা খালের পানিতে শিশুটির খোঁজ শুরু করে। সোমবার সকালে বসতবাড়ির পেছনের ডোবায় ফাহিমের মরদেহ ভেসে ওঠলে উদ্ধার করে ডুবুরি দল।

ফাহিমের বাবা আব্দুল জানান, গোসলের জন্য উঠানে বৃষ্টির পানিতে ভিজে খেলা করছিল ফাহিম। বাড়ির কাজ শেষে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পেছন থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার বিকেল থেকে উদ্ধার অভিযান চালানো হয়েছে। পরে সকালে বসতবাড়ির পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গনিমিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।