আন্দোলনে ছাত্র হত্যা, চট্টগ্রাম থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সাইদুল হক রিফাত (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চট্টগ্রামের পাঁচলাইশের সিডিএ এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। 

গ্রেপ্তারকৃত রিফাত ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ওই ইউনিয়নের উত্তর ছনুয়া গ্রামের সালেহ আহমদের ছেলে। 

র‍্যাব সূত্র জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশের সিডিএ এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৭। এ সময় একটি আবাসিক বাসা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, রিফাত গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি। এ ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।