পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় হামলা, আহত ৭

১৭ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারীদের মতবিনিময় সভায় হামলায় ৭ জন আহত হয়েছেন।

গুরুতর আহত পিরোজপুরের সমন্বয়কারী রেদওয়ানুল ইসলাম ও ইমরান হোসেন নামের দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সভায় এ ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সমন্বয়কারীরা পুনরায় তাদের মতবিনিময় সভা শুরু  করেন।

জানা গেছে, ওই দিন বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার বিভিন্ন উপজেলার কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিম প্রধান হিসাবে আব্দুল হান্নান মাসুদসহ সানজানা আফিফা অদিতি, এসএম সাঈদ, হাসিবুল হাসান শান্ত, সাব্বির উদ্দিন রিয়ন, জিহাদ হোসেন, শাহিদুল ইসলাম শাহিদ, ফারিয়া সুলতানা লিজা যোগদান করেন।

হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের সমন্বয়কারী রেদওয়ানুল ইসলাম বলেন, ছাত্রলীগের একটি গ্রুপ ওই মতবিনিময় সভায় হামলা করে। এতে তিনিসহ কয়েকজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের নেত্রী আসমা আক্তার মিতু বলেন, ছাত্রলীগ নেতা সাগর সানি শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন না। কিন্তু আন্দোলনের শেষে তিনি যোগ দিয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

সোমবারের (১৬ সেপ্টেম্বর) হামলায় তিনি ও তার লোকজন সরাসরি জড়িত হয়ে এ হামলা করেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। নিজেরা বসা নিয়ে হাতাহাতি করেছে বলে শুনেছি।