রাশিয়ায় ৩ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

১৭ সেপ্টেম্বর, ২০২৪

রাশিয়ায় তিনজন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে একটি রবিনসন আর৬৬ হেলিকপ্টার। সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশটির আমুর অঞ্চলে নিখোঁজ হয় হেলিকপ্টারটি। সেটির খোঁজে এখনো অনুসন্ধান অভিযান চলছে। স্থানীয় জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর একটি রবিনসন আর৬৬ হেলিকপ্টারে জরুরি বিকন চালু হয়েছিল। এটিতে তিনজন আরোহী ছিলেন।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আজ যে দলটি জেইস্কি জেলায় নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে বেরিয়েছিল, তাদের সঙ্গে জেয়া আমুর সেন্টার ফর সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সেফটির উদ্ধারকারীরাও যোগ দিয়েছেন। প্রায় ২০ জন লোক ও সাতটি সরঞ্জাম (ছয়টি স্থলযান এবং একটি এমআই-8 হেলিকপ্টার) দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত অনুসন্ধান অব্যাহত ছিল।আমুর অঞ্চলের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রধান অধিদপ্তরের প্রেস সার্ভিস বার্তা সংস্থা তাসকে বলেছে, নিখোঁজ হেলিকপ্টারটির মালিক সোনা খনির কোম্পানি হেরগুর। তাই অনুসন্ধানে ওই কোম্পানিটিও অংশ নিয়েছে। দুটি স্থল গ্রুপে তাদের আটজন লোক অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।