বাংলাদেশকে নিয়ে উপহাস করলেন রোহিত

১৭ সেপ্টেম্বর, ২০২৪

‘সব দল ভারতকে হারাতে চায়। ওরা ভারতকে হারানোর মাঝে মজা পেতে চায়। তাদের মজা নিতে দাও।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশকে উপহাস করে এ কথাগুলোই বলেছেন রোহিত শর্মা। চেন্নাই টেস্টের আগে  টাইগারদের বিপক্ষে ভিন্ন এবং অনেক শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার বিষয়টিকে উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলন হাজির হন রোহিত। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসা সফরকারীদের নিয়ে তার মনে ভাবনার জায়গা নেই। নিজেদের পারফরম্যান্সের উপরেই জোর দিতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক।

‘আমরা ওদের কীভাবে হারাতে পারি তার উপর দৃষ্টি রাখবো। ইংল্যান্ড এখানে খেলতে এসে সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছিল। সেই সময়ও আমরা আমাদের কাজটা করেছি। কোন দলের বিপক্ষে খেলছি, সেটা ভাবি না। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ভারত সম্প্রতি অনেক দলের বিপক্ষে খেলেছে এবং প্রতিপক্ষ দলের কথা না ভেবে জয়ের চিন্তা করেছে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। টানা দুইবারের ফাইনালিস্টরা এবারো সেই পথেই এগিয়ে চলেছে। প্রতিপক্ষ কারা সেটি না ভেবে সব ম্যাচকেই পয়েন্ট পাওয়ার জব্ব গুরুত্ব দিলেন রোহিত,

‘বাংলাদেশ আমাদের কাছে কোনো অনুশীলন সিরিজ নয়। যেখানেই খেলি না কেন, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই। এই টেস্ট এবং সিরিজ আমরা জিততে চাই। খুব বেশি সামনে তাকাচ্ছি না। সভাইকে দলে ফিরে পেয়ে ভালো লাগছে।’  

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-২০ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।