কসবা সীমান্ত থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ

১৭ সেপ্টেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি পিকআপ ভ্যানে করে পাচারের সময় বিজিবি-৬০ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী গুরুহিত এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে– ১৫৮৪ পিস শাড়ি এবং ১৭৭ পিস থ্রিপিস। মালিকবিহীন অবস্থায় ভারতীয় এসব পণ্য উদ্ধার করা হয়।