৭১টি রুশ ড্রোন ধ্বংসের দাবি করলো ইউক্রেন

২২ সেপ্টেম্বর, ২০২৪

রাশিয়ার ছোঁড়া ৭১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। রবিবার (২২ সেপ্টেম্বর) ইউক্রেনের বিমান বাহিনী এমন দাবি করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাতারাতি ইউক্রেনের আকাশে রাশিয়া ৮০টি ড্রোন উড়িয়েছিল। এর মধ্যে ৭১টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাহিনীটি বলেছে, নিরপেক্ষ করার পর রাশিয়ার আরও ছয়টি ড্রোন হারিয়ে গেছে।

বিমানবাহিনী আরও জানিয়েছে, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর ভূখণ্ডে আঘাত হেনেছে নাকি সেগুলোকে প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

এর আগে, রাশিয়া শীতের আগে ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা লিখেছেন, ‘ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, ক্রেমলিন শীতের আগে ইউক্রেনের পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।’তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি মস্কো।