বাফুফে নির্বাচন নিয়ে তাবিথের সংবাদ সম্মেলন সোমবার

২২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির পদে আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এর পরদিনই আগামী নির্বাচনে সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছে ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন।

এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের মাঠে নামতে চলেছেন আরেক ক্রীড়া সংগঠক তাবিথ আওয়াল–ফুটবল অঙ্গনে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যেই আগামীকাল সোমবার বাফুফের নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তিনি।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাফুফে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে কোনো ঘোষণা আসতে যাচ্ছে কিনা–এ ব্যাপারে কিছু বলতে নারাজ তাবিথ, ‘নির্বাচন নিয়ে যা বলার সোমবার বলবো।’

প্রসঙ্গত, তাবিথ আউয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য। বিএনপির যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক গোলরক্ষক আমিনুল হক অবশ্য সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিনকে সমর্থন দিয়েছেন।