রাজবাড়ীতে পারিবারিক কলহে গৃহবধূ খুন

২৩ সেপ্টেম্বর, ২০২৪

রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বন্যা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার ভোরে ইউনিয়নের মাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী রশিদ শেখকে আটক করে পুলিশ। নিহত বন্যা খাতুন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়া গ্রামের হানু প্রমাণিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমাবর পৌনে ৬টার দিকে বন্যার স্বামী মো. রশিদ তাকে হাসাপাতালে নিয়ে আসেন। এরপর বন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. সাইফুল দাবি করেন, আমার বোন বন্যার সাথে রশিদের ৯বছর আগে বিবাহ হয়। বন্যার সাথে প্রায়ই ঝগড়া হতো তার শ্বশুর বাড়ির লোকদের। নেশার টাকা না পেলে আমার বোনকে রশিদ নির্যাতন করতেন। এর আগেও আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিলেন। সেবার কোন মতে প্রাণে বেঁচে যায় আমার বোন বন্যা। সোমবার ভোরে আমার বোনকে হত্যা করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, আমরা প্রাথমিক ভাবে কিছু বলতে চাই না। একটু সময় নিয়ে বিষয়টি সম্পর্কে বলতে পারব। নিহতের স্বামী জিজ্ঞাসাবাদের জন্য আটকে আছেন।