ঢাকায় চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৬ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকায় গণচীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড.  সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে এই অনুষ্ঠানে  আসতে পেরে আমি খুব  আনন্দিত। বাংলাদেশ ও চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান।  তারই ধারাবাহিকতায় আগামী বছর দুই দেশের সম্পর্কের  ৫০ বছর উদযাপিত  হবে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক  অংশীদার। আগামী দিনে  দুই দেশের মধ্যে আরো বাণিজ্য বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থ উপদেষ্টা  আরো বলেন,  চীন রোহিঙ্গা ইস্যুতে   সহযোগিতা করছে। চীনা সহযোগিতা  ছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধান সম্ভব  হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা  রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বিগত ৭৫ বছর ধরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।  একই সঙ্গে   চীন- বাংলাদেশ গভীর বন্ধুত্বও তৈরি হয়েছে।

তিনি বলেন, অন্তর্বতী সরকারের নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এই সরকারের পাশে থাকবে চীন। সে কারণে  ছাত্র জনতার  আন্দোলনে আহতদের চিকিৎসায় চীন থেকে একটি  জরুরী মেডিকেল টিম বাংলাদেশে এসেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে চীনা মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। টিমের সদস্যরা  মঞ্চে এলে সবাই তাদের করতালি দিলে  স্বাগত জানান।  অনুষ্ঠানের শেষ পর্বে  চীনা শিল্পীরা নাচ  ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে  রাজনীতিবিদ,  কূটনীতিক,   সাংবাদিক,ব্যবসায়ী,  গবেষক, শিক্ষকসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।