ফুটবলারদের পরামর্শে গোলরক্ষক বদল

২৯ সেপ্টেম্বর, ২০২৪

ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। টাইব্রেকারে পাকিস্তানের একটি শট ঠেকিয়ে জয়ের অন্যতম নায়ক বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান। ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে কোচ সাইফুল বারী টিটু তাকে নামিয়েছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ টিটু বিস্ময়কর তথ্য দিয়েছেন। গোলরক্ষক বদল প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি এই দলের সঙ্গে এক মাস। গোলরক্ষক নিয়ে খেলোয়াড় ও সহকারী কোচিং স্টাফ আমাকে তথ্য দিচ্ছিল। তারা আত্মবিশ্বাসী ছিল তাই একমত হয়েই এই পরিবর্তনের সিদ্ধান্ত।'

টাইব্রেকারে মোট আট শট হয়েছে। আট শটের মধ্যে দু’টি শট প্রতিহতের খুব কাছাকাছি ছিলেন আলিফ। শেষমেষ অস্টম শট ঠেকিয়ে বাংলাদেশের জয়ের ক্ষেত্র তৈরি করেন। আশিকুর রহমান গোল করলে বাংলাদেশ জয়ের আনন্দে মাতে।

বাংলাদেশ দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ জিতেছে। তবে এই জয়কে খানিকটা ভাগ্যপ্রসূত হিসেবে আখ্যায়িত করেছেন কোচ সাইফুল বারী টিটু, 'দ্বিতীয়ার্ধে আমরা বেশ কয়েকটি মিস করেছি। এমনকি ওয়ান বাই ওয়ানও। সেগুলো কাজে লাগাতে না পারায় মূলত খেলা এই পর্যায়ে আসে এবং ভাগ্য নিয়েই ম্যাচ জিততে হয়েছে।'

বাংলাদেশ দুই গোলে পিছিয়ে ছিল। দুই গোলে পিছিয়ে পড়ার পরই কোচ মানিককে নামান। তিনিই গোল করে ম্যাচের চিত্র বদলে দেন। গোলদাতা মানিক সম্পর্কে কোচ বলেন, 'মানিক একটু হেংলা পাতলা গড়নের। তাকে পড়ে খেলানোই পরিকল্পনা ছিল। মানিক ও আকাশ নামার পর খেলায় পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রথম গোলের পর। আমরা সবভাবেই চেষ্টা করেছি। ভাগ্যটাও পক্ষে ছিল।'

৩০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ফাইনাল নিয়ে আজ সেমিফাইনাল ম্যাচ পরবর্তী খানিকটা আলোচনা হয়েছে। বাংলাদেশের কোচ ভারতকে খানিকটা এগিয়ে রাখছেন, 'খেলোয়াড়দের ব্যক্তিগত কোয়ালিটিতে তারা এগিয়ে এবং সর্বশেষ আসরের চ্যাম্পিয়নও। তবে আমরাও তাদের মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছি। স্বাভাবিকভাবেই কৌশলটি উন্মুক্ত করছি না।'