চবিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের আসতে কোনো বাধা নেই

৩০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে আসতে পারবেন। অংশ নিতে পারবেন শিক্ষা কার্যক্রমেও। তবে, কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন। 

যেসকল ছাত্রলীগ নেতা-কর্মীর শিক্ষা কার্যক্রম শেষ হয়নি, তারা ক্যাম্পাসে আসতে পারবেন কিনা এবং তারা তাদের শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন কিনা— এমন প্রশ্নের উত্তরে প্রক্টর বলেন, ‘অবশ্যই পারবে। তবে, কেউ যদি ক্যাম্পাসে আসতে অনিরাপদ বোধ করে, তিনি যেন আমাদেরকে জানিয়ে আসেন। একা একা বা চুপি চুপি না আসেন। তাহলে আমরা প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।’ 

তিনি আরও বলেন, ‘প্রক্টরিয়াল বডির অনুমতি নিয়ে আজকেও অনেকে হল থেকে জিনিসপত্র নিয়ে গেছেন।

কেউ অপরাধের সাথে জড়িত থাকলেও তাকে শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা— এমন প্রশ্নের উত্তরে ড. আরিফ বলেন, ‘অপরাধী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে প্রত্যেক শিক্ষার্থীই সমান।’