ইবিতে পরীক্ষা গ্রহণের অনুমোদন

০১ অক্টোবর, ২০২৪

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের পরীক্ষাসমূহ গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভাগ ও অফিসসমূহকে অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন জারির পরপরই বিভাগগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানান রেজিস্ট্রার।

গত রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেট (জরুরী) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দীর্ঘ ৮৪ দিন বন্ধ থাকার পর গত ২৩ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়।