ভারতের কাছে টি-টোয়েন্টিতেও হার, যা বললেন শান্ত

০৭ অক্টোবর, ২০২৪

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বড় হারের স্বাদ পেল বাংলাদেশ দল। ভারত সফরে এখনও হারের বৃত্ত ভাঙতে পারেনি টাইগাররা। রবিবার ভারতের গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। 

রবিবার গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হারের পরও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান  শান্ত বলেন, ‘আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু এই উন্নতি কীভাবে হবে?’ নিজের করা প্রশ্নটার উত্তর দিতে গিয়ে নাজমুলকে হতাশ মনে হয়, ‘আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝেমধ্যে হয়তো ভালো ব্যাটিং করি।’

নিজেদের ব্যাটিংয়ে উন্নতি আনা নিয়ে শান্ত বলেন, ‘এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন…কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

ব্যাটিংটা ভালো হলে ভাগ্যও বদলাবে, এমন আশা শান্তর। বেশ আত্মবিশ্বাসী হয়ে বাংলাদেশি অধিনায়ক বললেন, ‘আমরা এর চেয়ে ভালো দল। আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না। তবে আমি মনে করি, আমরা এর চেয়ে আরও ভালো দল।’

দিল্লিতে ৯ অক্টোবরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথাও বললেন, ‘ঘুরে তো দাঁড়াতেই হবে। কীভাবে আমরা কামব্যাক করতে পারি, সেটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।’