ইবিতে আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকীতে মৌন মিছিল

০৮ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগের হাতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (০৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্মরণসভা ও মৌন মিছিলের আয়োজন করেন তারা।

মৌন মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে শহীদ  মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত  হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এসময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।