শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা

১০ অক্টোবর, ২০২৪

শ্রীলঙ্কা দলের সময়টা দুর্দান্ত কাটছে। ঘরের মাঠে একের পর এক পাচ্ছে সফলতা। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েন্ট ইন্ডিজ দলকে আতিথেয়তা দেবে লঙ্কানরা। আসন্ন এই সিরিজের জন্য বুধবার (৯ অক্টোবর) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

তবে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। লম্বা সময় পর দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসা। তাছাড়া লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসলকেও ফেরানো হয়েছে।

৩২ বছর বয়সী রাজাপাকসা যেকোনো সংস্করণে শ্রীলঙ্কার হয়ে সবশেষ খেলেছেন ২০২৩ সালের জানুয়ারিতে, টি-টোয়েন্টিতেই। 

ভ্যান্ডারসে শ্রীলঙ্কার হয়ে ১৪ টি-টোয়েন্টির সবশেষটি খেলেছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ৩৪ বছর বয়সী এই স্পিনার গত আগাস্টে ভারতের বিপক্ষে দু'টি ওয়ানডেতে দারুণ বোলিং করেন, একটিতে ৩৩ রানে নেন ৬ উইকেট, আরেকটিতে ৩৪ রানে ২টি।

রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী রবিবার হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুই ম্যাচ ১৫ ও ১৭ অক্টোবর। পরে পাল্লেকেলেতে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: 
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু উইক্রামাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।