১১ অক্টোবর, ২০২৪
চৌগাছা পাতিবিলা ইউনিয়নে কোরআন শরিফে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে এক মাদকাসক্তকে পুলিশ গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।
আটক মাদকাসক্ত মাসুদ হোসেন (২৪) উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ হোসেন আগে পেশায় একজন ট্রাক চালক ছিল। এই সময়ে সে মাদকে আসক্ত হয়ে পড়ে। পরে ট্রাক চালকের পেশা পরিবর্তন করে ব্যাটারিচালিত ভ্যান কিনে এলাকায় চালাতে থাকে। কিছুদিন পর সেই ভ্যানটিও বিক্রি করে শুধু মাদক সেবনের কারণে। মাদকাসক্ত হওয়ায় ফলে তার চলাফেলা অনেকটাই অস্বাভাবিক হয়ে যায়, একসময় ভবঘুরে জীবন যাপন করতে থকে।
বৃহস্পতিবার সকালে মাদকের টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ উঠানে নিয়ে আগুন ধরিয়ে দেয় মাসুদ হোসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করেন।
ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, নেশার টাকা জোগাড় করতে না পেরে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে এমনকি মায়ের গায়েও সে হাত দেয়। এসময় তার মা বলেন, আল্লাহ তোর এমন আচারণ সহ্য করবে না এমন কথা বলা মাত্রই ঘরে থাকা কোরআন শরিফ বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।
চৌগাছা থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে এবং মায়ের সাথে অসাদচারণ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।