নবাবগঞ্জে করলা ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

১১ অক্টোবর, ২০২৪

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির কাছে করলা ক্ষেত দেখতে গিয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রাজা মিয়া (৪৬) ও শাহাজাহান আলী (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত দু’জন সম্পর্কে বিয়াই। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামে ওই করলা ক্ষেত দেখতে গেলে এ ঘটনা ঘটে। 
মাহমুদপুর ইউনিয়নের স্থানীয় ২নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার শাহজাহান আলী বেয়াই রাজা মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে দুই বেয়াই মিলে গ্রামের পাশে করলা ক্ষেত কাজ করতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে ক্ষেতের পাশে সেচ পাম্পের টিনের ছাউনি ঘরে আশ্রয় নেন। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। রাত হয়ে গেলেও দুই বেহাই বাড়ি না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। হাট-বাজারসহ আশপাশে কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১০টার দিকে পরিবারের লোকজনদের মনে পড়ে, দুই বেহাই মিলে করলা ক্ষেতে কাজ করতে গেছে। পরে সেখানে গিয়ে দেখেন, শাহজাহান আলী ও রাজা মিয়া মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।