চুরির ঘটনায় ৩ গৃহকর্মী গ্রেফতার, উদ্ধার ৩১ ভরি স্বর্ণ

১২ অক্টোবর, ২০২৪

রাজধানীর রমনা এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩১ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন- তানজিনা আক্তার ফারিয়া, কহিনুর বেগম এবং নাজমা আক্তার ওরফে লাইজু। 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের ডিসি সরোয়ার জাহান। 

সরোয়ার জাহান জানান, গত ১৬ আগস্ট রোখসানা মজুমদার নামে এক নারী ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণালংকার এনে ইস্কাটনে তার নিজের বাসার আলমারিতে রাখেন। পরে ৮ অক্টোবর গহনা দেখার জন্য আলমারির মধ্যে থাকা ব্যাগ খুলে দেখেন যে, ব্যাগের মধ্যে থাকা ৪৪ ভরি স্বর্ণালংকার ও ডায়মন্ডের ৫টি আংটি নাই। যার আনুমানিক মূল্য ৫২ লাখ টাকা। এরপর তিনি রমনা মডেল থানায় একটি চুরির মামলা করেন। সেই মামলায় বাসার স্থায়ী গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কহিনুর বেগম এবং অস্থায়ী গৃহকর্মী নাজমা আক্তার ওরফে লাইজুকে আসামি করা হয়। 

তিনি আরও বলেন, মামলার পর রমনা থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত সন্দেহে গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও মোসা. কহিনুর বেগমকে গ্রেফতার করে। তাদের দুইজনকে শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয় এবং তানজিনা আক্তার ফারিয়া আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন