গাড়ি চালকদের ডোপ টেস্ট করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গাড়ি চালকদের ডোপ টেস্ট করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ফটো

গাড়ি চালকরা মাদকাসক্ত কিনা- তা জানতে তাদের ডোপ টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবসে গণভবনে ভার্চুয়ালি বক্তব্য তিনি বলেন, ‘যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক গ্রহণ করে কিনা। তাদের ডোপ টেস্ট করা প্রয়োজন। তারা মাদক নিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। প্রতিটি চালকের জন্য একবার হলেও এই পরীক্ষার প্রয়োজন আছে এবং আপনাদের এটি করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি রাস্তাটা যেন নিরাপদ থাকে। তারপরও দুর্ঘটনা হয়। আমরা কোথায় দুর্ঘটনা হয়, কোথায় বেশি হয়, কী কারণে হয় সেটির কারণ খুঁজে ধীরে ধীরে সেগুলো সংস্কার করে দিচ্ছি।

তিনি আরও বলেন, এরপর সারাদেশে আমরা চালকদের জন্য বিশ্রামাগার তৈরি করার জন্য চেষ্টা করব। যারা গাড়ি চালায় তারা মাদক সেবন করছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটি চালকের ক্ষেত্রে এ পরীক্ষাটা একান্ত অপরিহার্য। মোট কথা নাগরিক সচেতনতা আমাদের খুব বেশি প্রয়োজন।