তরুণদের সক্রিয় অংশগ্রহণেই নিশ্চিত হবে টেকসই ভবিষ্যৎ

তরুণদের সক্রিয় অংশগ্রহণেই নিশ্চিত হবে টেকসই ভবিষ্যৎ

সংগ্রহীত ছবি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) SDG to Enhance Climate Justice: Youth Activism শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ক্লাব আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ ও ইকোবাংলা ইয়ুথ অর্গানাইজেশন।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে জলবায়ু ন্যায্যতা  ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সচেতন ও সক্রিয় করে তোলা। আয়োজকদের মতে, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব জীবনধারা, নীতিগত অংশগ্রহণ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণরাই জলবায়ু সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের মধ্যে ছয়টি লক্ষ্য জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—সমান কর্মসংস্থান, নিরাপদ সড়ক, জলবায়ু কার্যক্রম, মানসম্মত শিক্ষা, টেকসই শহর ও পরিবেশ সংরক্ষণ। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয়; এটি সমগ্র মানবজাতির জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে। তাই ছোটবেলা থেকেই শিশুদের প্রকৃতি, দেশ ও সংস্কৃতি সম্পর্কে জানার শিক্ষা দেওয়া প্রয়োজন।

শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে জলবায়ু সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করতে পারে

আলোচনায় ঔষধি উদ্ভিদের উপকারিতা, স্থানীয় পরিবেশ সচেতনতা অভিযান এবং পাখি বিষয়ক পোস্টার প্রদর্শনী নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এসব উদ্যোগের নেতৃত্ব দিতে পারে এবং গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করতে পারে।

অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের কমিউনিকেশন অফিসার মাহমুদুল হাসান। সেমিনারের সার্বিক ধারণা তুলে ধরেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি।

সেমিনারে উপস্থিত ছিলেন এনইউবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহিদ (অব.), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক ও ইংরেজি বিভাগের প্রধান শিহাব উদ্দিন আহমদসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

অতিথিরা জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমাধানের পথ নিয়ে মতামত দেন এবং তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।