নর্থ-সাউথ ইউনিভার্সিটির ২ দিনব্যাপী ফার্মা ফেস্ট বুধ ও বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশের অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ-সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী জয়া স্যানিটারি নেপকিন প্রেজেন্টস ‘ফার্মাফেস্ট-২০২৫’।
‘পুনঃনকশা, পুনর্গঠন, পুনরূদ্ধার’ স্লোগানকে সামনে রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার (৫ ও ৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ-সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ আয়োজন। যার টাইটেল স্পন্সর জয়া সেনিটারি ন্যাপকিন।
এবারের ফার্মাফেস্টে ফার্মা অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন ও গবেষণা প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, শিল্প-শিক্ষা নেটওয়ার্কিং অধিবেশনের আয়োজন করা হবে। এছাড়া আয়োজনের শেষ দিন পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নর্থ-সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব।
ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেবেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শরিয়ার।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন রেনাটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এস. কায়সার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র, প্রো-ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফ নাসের, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান আজিজ আল কায়সার (টিটো), সদস্য এম. এ. কাশেম। ধন্যবাদ জ্ঞাপনে থাকবেন আদিত মুক্তাদির পাভেল, ফ্যাকাল্টি অ্যাডভাইজার।
আয়োজকরা জানান, বিশ্ব স্বাস্থ্যসেবার প্রতি নিবেদিতপ্রাণ যুবসমাজ গঠনে ফার্মেসির অবদান উদযাপনের জন্য প্রতিবছর এই ফেস্টের আয়োজন করা হয়। এখানে ওষুধ কোম্পানি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং পেশাদাররা একত্রিত হন। এতে সারাদেশের শিক্ষার্থীরা সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক জ্ঞানকে তুলে ধরে বিভিন্ন ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করেন।