ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিল্প ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন 'বুনন'র উদ্যোগে 'ক্যালিগ্রাফিতে স্বাধীনতা' শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ১২ এপ্রিলের মধ্যে ক্যালিগ্রাফি পাঠাতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগীকে সর্বনিম্ন ৭ শব্দ ও সর্বোচ্চ ২১ শব্দের মধ্যে হতে হবে মহান স্বাধীনতা সম্পর্কিত ক্যালিগ্রাফি করতে হবে।

গ্রাফিক্সের সাহায্য ব্যাতিত নিজ হাতে কলমে যেকোন রং ব্যবহার করে ক্যালিগ্রাফি করতে হবে। ক্যালিগ্রাফির ছবি তুলে বুননের ই-মেইল (bunon.iu@gmail.com) ও ফেসবুক পেইজে মেসেজ করে পাঠানো যাবে। বিচারকদের মতামতের ভিত্তিতে সেরা ৩ জনকে পুরস্কৃত করা হবে।

ক্যালিগ্রাফির সাথে প্রতিযোগীর পূর্ণাঙ্গ নাম, পড়াশুনা ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। এছাড়া প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ০১৩১৬৮১৮৮৬৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ইজাবুল বারী বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবার ‘ক্যালিগ্রফি স্বাধীনতা’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আহবান করছি।’