পাবনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায়

পাবনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায়

পাবনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায়-

পাবনায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সকালে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান মসজিদে। এছাড়াও পাবনা শহরের চাঁপা বিবি ওয়াকফ স্টেট মসজিদ (চাঁপা মসজিদ), আলিয়া মাদ্রাসা মসজিদ, কাঁচারি মসজিদ, এ্যাডওয়ার্ড কলেজ মসজিদ, জান্নাতুল মাওয়া মসজিদ, রবিনগর জামে মসজিদ, পুলিশ লাইনস মসজিদ, অফিসার্স কলোনী মসজিদ, পৈলানপুর জামে মসজিদ, কলাবাগান অফিসার্স মসজিদসহ সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করা হয়।
 
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শারীরিক দূরত্ব বজায় রেখে পাবনায় মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ন্যায় এবারও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উন্মুক্ত স্থানে বা মাঠে কোনো ঈদের জামাত হয়নি।

মুসলিরøরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। নামাজ শেষে সবাই হ্যান্ডশেক ও কোলাকুলি করা থেকে বিরত ছিলেন। 
নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে ও নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

অনুরূপভাবে জেলার উপজেলাসমূহের মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।