যশোরে বাস থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার, আটাক ১

যশোরে বাস থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার, আটাক ১

যশোরে বাস থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার, আটাক ১- ছবি: বিজিবি

যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি।  

জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) ।

সোমবার (১৭ মে) ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ১০ টি সোনার বার সহ ব্যক্তি বেনাপোলগামী বাসে উঠেছে, এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯ টায় শহরের চাঁচড়া বাস স্ট্যান্ড-এর পুলিশ চেকপোস্টের পাশে যশোর থেকে বেনাপোলগামী বাসে যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্ধেহভাজন ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে অভিনব কায়দায়  প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ভাবে লুকানো অবস্থায় সোনার বার গুলি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা। 

আটককৃত আসামী সুমন মিয়া বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের বাসিন্দা জব্বার মিয়ার ছেলে। আটককৃত সোনার বার এবং আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।