জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু

জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু

জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু

আগামী মাসে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২’ গ্রুপ-ই এর সম্মিলিত কোয়লিফিকেশন এবং এএফসি এশিয়ান কাপ-২০২৩ কে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়।

দোহার জসিম বিন হামেদ স্টেডিয়ামে জুনের ৪, ৭ এবং ১৫ তারিখে বাংলাদেশ গ্রুপ-ই এর অন্য তিনটি দল আফগানিস্তান, ভারত এবং ওমানের সাথে খেলবে।

২১ মে’র দিকে বাংলাদেশ জাতীয় দল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হতে পারে।

হঠাৎ ইনজুরিতে পড়া বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ছাড়া প্রাথমিক ভাবে বাছাইকৃত বাকি ৩৩ ফুটবলার প্রধান কোচ জেমি ডে এবং অন্যান্য কোচের নেতৃত্বে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ১২টা পর্যন্ত অনুশীলনে যোগ দেয়।

রোববার বিশ্বনাথ ছাড়া বাছাইকৃত বাকি খেলোয়াড়রা ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আবাসিক ক্যাম্পে যোগ দেন।

মঙ্গলবার বাংলাদেশ দল একই সময়ে একই ভেন্যুতে অনুশীলন করবে।

এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দল থেকে ৩৩ ফুটবলারের প্রাথমিক দল ঘোষণা করে।

সূত্র : ইউএনবি