যশোরে হু হু করে বাড়ছে করোনা, আজ শনাক্তের হার ৫৮ শতাংশ

যশোরে হু হু করে বাড়ছে করোনা, আজ  শনাক্তের হার ৫৮ শতাংশ

যশোরে হু হু করে বাড়ছে করোনা, আজ শনাক্তের হার ৫৮ শতাংশ

যশোরের হু হু করে বাড়ছে করোনা শনাক্তের হার। করোনার উর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ কার্যকর করা হয়েছে। শহরের ঢোকার মুখের সড়ক গুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পৌরসভার বিভিন্ন সড়ক ব্লক ও ১০টি টেকপোস্ট বসানো হয়েছে। যশোর থেকে অভ্যন্তরীন রুটে কোন বাস ছাড়েনি।

গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিলো ৪৯ শতাংশ।

এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরন করেছেন  ৮৪জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন ।