সাঁথিয়ায় অটোচালক সেলিম হত্যা : পাঁচ আসামী গ্রেফতার

সাঁথিয়ায় অটোচালক সেলিম হত্যা : পাঁচ আসামী গ্রেফতার

সাঁথিয়ায় অটোচালক সেলিম হত্যা :পাঁচ আসামী গ্রেফতার

পাবনার সাঁথিয়ার অটোচালক সেলিম হত্যার রহস্য উদঘাটনসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এবং উদ্ধার করেছে ছিনতাই হওয়া অটোবাইক।ধৃত আসামীরা হলো-সাঁথিয়ার ছোন্দহ এলাকার রাসেল হোসেন, বহলবাড়িয়া পূর্ব পাড়ার রানা শেখ, বহলবাড়িয়া পূর্বপাড়ার শিলা খাতুন ও একই এলাকার হোসেন আলী এবং আতাইকুলার বৃহস্পতিপুর গ্রামের দেলোয়ার হোসেন।

মঙ্গলবার দুপুরে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গণমাধ্যমকর্মীদের জানান, হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের মধ্যে দু’জন রাসেল ও রানা শেখকে গ্রেফতার করা হয় ঢাকা জেলার ধামরাই থানার নওগাঁ বাজারের জনৈক বক্কারের ইটের ভাটা থেকে।

পরে তাদের দেয়া তথ্যমতে শিলা খাতুন, হোসেন আলী এবং দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় নিজ এলাকা থেকে।  দেলোয়ারের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোবাইক।  গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য, গত ৯ জুন আতাইকুলার গোসাইবাড়ি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে অটোবাইক চালক সেলিম হোসেনকে সাঁথিয়ার বহালবাড়িয়া গ্রামের কালুহাটার বিলে হত্যা করে তার অটোবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।