এবার এফডিসিতে কোরবানি নিষিদ্ধ

এবার এফডিসিতে কোরবানি নিষিদ্ধ

এবার এফডিসিতে কোরবানি নিষিদ্ধ

এবার ঈদে এফডিসিতে কোরবানি নিষিদ্ধ করা হয়েছে।  করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের জন্য  বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। এফডিসির বিভিন্ন শুটিং ফ্লোরের দেয়াল ও প্রশাসনিক ভবনেও কোরবানি দেওয়া যাবে না এবার- এমন নোটিস ঝুলছে।


এ বিষয়ে এফডিসির সহকারী পরিচালক আমিনুল করিম খান বলেন, এ বছর এফডিসির ভেতরে কোরবানির পশু প্রবেশ ও জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এফডিসিতে অসচ্ছল শিল্পীদের কথা বিবেচনা করে গরু কোরবানি দিয়ে আসছেন অনেক তারকা। এরমধ্যে নিজ উদ্যোগে ২০১৬ সাল থেকে নিয়মিত গরু কোরবানি দিয়ে আসছিলেন চিত্রনায়িকা পরীমনি। এদিকে এ নায়িকা এবার এফডিসিতে ৬ টি গরু কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। এছাড়া পরিচালক সমিতি ও শিল্পী সমিতির পক্ষ থেকেও গরু কোরবানি দেওয়ার কথা শোনা গেছে।