পশ্চিমবঙ্গ : ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে মৃত ১৪

পশ্চিমবঙ্গ : ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে মৃত ১৪

পশ্চিমবঙ্গ : ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে মৃত ১৪

ফের এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল পশ্চিমবঙ্গের  দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন।  যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। যা নতুন করে আতঙ্ক বাড়িয়েছে আমজনতার। তবে এসবের মধ্যে আশার আলো ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১১৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা, এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে ফের কলকাতা । একদিনে সংক্রমিত সেখানকার ৮১ জন।

আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৮০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। দার্জিলিং চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮১ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৫,৭৭৩।

সূত্র : সংবাদ প্রতিদিন