৯ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়

৯ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক মঙ্গলবার সকাল ১০টায় শুরু হেয়েছে। সভায় প্রায় ৯ হাজার কোটি টাকার মোট ৮টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।  

যেসব প্রকল্প অনুমোদন অপেক্ষায় :

১. ডালের উৎপাদন বাড়াতে ১৬৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

২. পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আবাসিক ভবন নির্মাণ।

৩. ৮০ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে হিলি,বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন।

৪. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন,তীর রক্ষা,ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়)।’ প্রকল্পটির প্রথম সংশোধনের পর ফের ব্যয় বাড়ছে ১ হাজার ১৮১ কোটি টাকা।

৫. ৪১৭ কোটি ৬৫ লাখ টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার,রংপুর স্থাপন।

৬. এএসএসইটি প্রকল্প বাস্তবায়ন করবে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এতে ব্যয় হবে প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা।

৭. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ‘সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)’ প্রকল্পের ব্যয় বাড়ছে আরও একশ কোটি টাকার মতো।

৮. ১ হাজার ২০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বাপাউবো সাতক্ষীরা জেলার পোল্ডার নম্বর-১৫ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করতে চায়।