ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নামল দু’শোর নিচে

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নামল  দু’শোর নিচে

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নামল দু’শোর নিচে

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত এগিয়ে চলেছে ভারত। উৎসবের মৌসুমে দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। রোববারের তুলনায় গত ২৪ ঘণ্টায় আরো কমল করোনা সংক্রমণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন, মৃত্যু হয়েছে ১৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৫৬৩জন। এ নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশের বেশি।

দেশে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লাখ ২৭ লাখ ৩৪৭। মহামারীর কবলে প্রাণ হারিয়েছেন দেশের মোট সাড়ে চার লাখেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৪৭৮ জন।

তবে কেরালার করোনা পরিস্থিতিতে জারি থাকছেই উদ্বেগ। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সিংহভাগই দক্ষিণের এই রাজ্যের। গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৯১ জন, মৃত্যু হয়েছে ৮৫ জনের।
সূত্র : সংবাদ প্রতিদিন