৬ সমন্বয়ক নিয়ে কুবি সম্মিলিত আঞ্চলিক জোটের নতুন কমিটি

৬ সমন্বয়ক নিয়ে কুবি সম্মিলিত আঞ্চলিক জোটের নতুন কমিটি

৬ সমন্বয়ক নিয়ে কুবি সম্মিলিত আঞ্চলিক জোটের নতুন কমিটি

সম্মিলিত আঞ্চলিক জোট কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর আগামী ছয় (০৬) মাসের জন্য নতুন সমন্বয়ক কমিটি গঠিত হয়েছে। ১০ অক্টোবর (রবিবার) এক বিজ্ঞপ্তিতে সম্মিলিত আঞ্চলিক জোটের আহবায়ক এইচ. এম. মেহেদী হাসান এবং সদস্য সচিব এ. জে. রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সমন্বয়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

"সম্মিলিত আঞ্চলিক জোট, কুমিল্লা বিশ্ববিদ্যালয়" এর সমন্ময়ক হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়স্থ নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক- মোঃ শাহ করিম সাজিদ, কক্সবাজার স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি- মো. ওসমান ফারুক, পদ্মা ছাত্র কল্যাণ সংঘের- সভাপতি ফয়সাল আহমেদ, স্টুডেন্ট'স ইউনিয়ন অব নাঙ্গলকোটের (কুসান) সাধারণ সম্পাদক- তানভীর আহমেদ রাসেল।

কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- এম. সাকিব হোসেন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক- মোঃ রুহুল আমিন হৃদয়। সদস্য সচিব এ. জে. রাব্বি বলেন, ২০১৯ সালের গঠিত হওয়া “সম্মিলিত আঞ্চলিক জোট, মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়” এর আঞ্চলিক সংগঠনগুলোর কাজকে সহজ করার লক্ষে গঠিত হয়েছিল ।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ভর্তিপরিক্ষাকে কেন্দ্র করে আমাদের কার্যক্রম শুরুহয়। ২১ টি আঞ্চলিক সংগঠনের সম্মিলিত প্রয়াসে শুরু হওয়া প্রিয় সংগঠনের বর্তমান সদস্য সংগঠন মোট ৩৪ এ দাড়িয়েছে। আশাকরি অচিরেই নতুন নেতৃত্বের হাত ধরে এটি আরো বড় ও বিস্তৃত হবে। নির্বাচিত সবার জন্য আমার শুভকামনা রইল।