দেশে নতুন ২২ জনের ওমিক্রন শনাক্ত

দেশে নতুন ২২ জনের ওমিক্রন শনাক্ত

প্রতীকী ছবি

দেশে আরো ২২ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়।

আজ সোমবার (১৭ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে। 

এতে দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত ১২ জনই রাজধানী মহাখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে জিআইএসএআইডি। দেশে এ নিয়ে ২০ জন ওমিক্রন আক্রান্ত বলে শনাক্ত হলো। বাকিদের মধ্যে উত্তরায় চারজন, বাসাবোর দুজন এবং চাঁনখারপুল এলাকার চারজন। 

আরো জানা যায়, ওমিক্রনে আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ নারী রয়েছে। এ ছাড়াও ১৪ ও ১৫ বছর বয়সী দুজন কিশোরও আছে তাদের মধ্যে। 

 

এর আগে ১০ জানুয়ারি দেশে তিনজন নতুন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছিল।

১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়। এ দিন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশী দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন।

এদিকে, রোববার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন আরো পাঁচ হাজার ২২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই দিন শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ।