বাংলাদেশী বোলারদের ‘চ্যালেঞ্জ’ জানাচ্ছেন- আমির

বাংলাদেশী বোলারদের ‘চ্যালেঞ্জ’ জানাচ্ছেন- আমির

ফাইল ফটো

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির বিপিএল খেলতে ঢাকায় এসেছেন আজই ।এসেই বিসিবির একাডেমিক মাঠে নিজের দলের সাথে অনুশলণে ।নিজের দল খুলনা টাইর্গাস সম্পর্কে এখনো ‍ভালো করে হয়নি জানা শোনা ।নিজরে দল সম্পর্কে কিছু বলতে না পারলেই জানিয়েন  নিজের লক্ষ্যটা  ‍আর  তিনি বাংলাদেশী বোলারদের  ছুড়েদিয়েছেন চ্যালেঞ্জ।তিনি একজন বোলার হিসাবে এবার বিপিএলে  সেরা উইকেট শিকারী হতে চান ।তিনি তার সেরাটা দিতে চান এবার বিপিএলে । তার দল খুলনা টাইর্গাসকে নিয়ে যেতে চান একটা ভালো পজিশনে।

গত বিপিএলে সেরা পাঁচ বোলারের পাঁচজনই ছিলেন বাংলাদেশি। ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন আহমেদও। ৩ ম্যাচ কম খেলে পেয়েছিলেন ২২টি। সমান উইকেট পেয়েছিলেন বাংলাদেশী ওয়ানডে অধিনায়ক  মাশরাফি বিন মুর্তজা ও পেসার রুবেল হোসেনও। এবার বাংলাদেশের বোলাররা পারবেন ধারাটা ধরে রাখতে? এ প্রশ্নের উত্তর পাওয়ার আগে বড় চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন আমির, ‘একজন বোলার হিসেবে আমার লক্ষ্য টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া।’