মিরাজের শ্রীলঙ্কা সিরিজই শেষ

মিরাজের শ্রীলঙ্কা সিরিজই শেষ

মিরাজের শ্রীলঙ্কা সিরিজই শেষ

প্রথমে জানা গিয়েছিল প্রথম টেস্ট খেলতে পারবেন না। এবার জানা গেল দ্বিতীয় টেস্টেও খেলার সুযোগ নেই তার। ইনজুরির অবস্থা ভালো না। আর তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজই শেষ বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

মিরাজের জায়গায় প্রথম টেস্টের দলে নেয়া হয়েছে স্পিনার নাঈম হাসানকে। অনুমিতভাবে দ্বিতীয় টেস্টেও থাকছেন তিনি। মিরাজ ও সাকিব না থাকায় প্রথম টেস্টে স্পিন বোলিং শক্তি কিছুটা হলেও কমে গেছে। গত দুই বছর সাকিব অনিয়মিত হওয়ায় টেস্টের মূল স্পিনার মিরাজ। তাকে সিরিজে না পাওয়া বড় ক্ষতি বাংলাদেশের।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান মিরাজ। এক্স-রেতে চিড় ধরা পড়ায় প্রথম টেস্টের দল থেকে বাদ দেয়া হয় তাকে।

অন্যদিকে করোনায় আক্রান্ত সাকিব আল হাসান খেলতে পারেন দ্বিতীয় টেস্ট। স্বাস্থ্য অধিদফতরের প্রটোকল অনুযায়ী, আর তিন দিন পরই ঘর থেকে বের হতে পারবেন বাঁহাতি এই অলরাউন্ডার। ইচ্ছা করলে চট্টগ্রামে টেস্ট দলের সাথে যোগ দিতে পারবেন তিনি। তাই টেস্ট দলে নতুন করে কাউকে নেয়া হচ্ছে না।