‘গণস্বাস্থ্য কেন্দ্রকের ট্যাক্স নিয়ে যা বললেন ডা. ফাফরুল্লাহ

‘গণস্বাস্থ্য কেন্দ্রকের ট্যাক্স নিয়ে যা বললেন ডা. ফাফরুল্লাহ

ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রকে চড়া ট্যাক্স ধরায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

তিনি বলেছেন, একটি কথা বলতে চাই— আমি গরিবের হাসপাতাল চালাই। যেখানে সবচেয়ে কম খরচে গরিবরা চিকিৎসা পায়। সেই হাসপাতালে ৮০ লাখ টাকা ট্যাক্স ধরা হয়েছে। এর কারণ হলো— হাসপাতালের জন্য বেড, ম্যাট্রেস আমরা আমদানি করেছি। নামিদামি কোনো হাসপাতাল যদি এগুলো আমদানি করত, তাহলে ট্যাক্সই দিতে হতো না। অথচ যেহেতু আমার গরিবের হাসপাতাল তারা ৮০ লাখ টাকা ট্যাক্স ধরেছে। এই টাকা কোথা থেকে আসবে এ বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো উত্তর আসেনি।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।