রেললাইনে বসে ক্লান্ত কৃষকের চোখে ঘুম, মুহূর্তেই দ্বিখন্ডি দ্রুতগতির ট্রেনে

রেললাইনে বসে ক্লান্ত কৃষকের চোখে ঘুম, মুহূর্তেই দ্বিখন্ডি দ্রুতগতির ট্রেনে

রেললাইনে বসে ক্লান্ত কৃষকের চোখে ঘুম, মুহূর্তেই দ্বিখন্ডি দ্রুতগতির ট্রেনে

ক্লান্ত হয়ে রেললাইনে বসে বিশ্রাম করছিলেন কৃষক লোবান আলী (৬৫)। ঝিরিঝিরি ও নির্মল বাতাসে ঘুম আসে তার চোখে। লাইনে বসেই তিনি ঝিমুচ্ছিলেন। এমন সময় দ্রুতগতিতে ট্রেন আসলেও তিনি টের পাননি।

মুহূর্তেই তার শরীর দ্বিখন্ডিত করে চলে যায় ট্রেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনার ভাংগুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাউঞ্জান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোবান ওই গ্রামের বাসিন্দা ও তিন সন্তানের জনক।

স্থানীয় বাসিন্দারা জানান, লোবান ভেড়া ও ছাগল পালন করেন। রাত ও দিনের বেশিরভাগ সময তিনি এ কাজে ব্যস্ত থাকেন। তাই প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি ভেড়া ও ছাগলের পাল নিয়ে বাউঞ্জান ফসলি মাঠে ঘাস খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে মাঠে ভেড়া ও ছাগল রেখে তিনি রেললাইনের ওপর এসে বসে বিশ্রাম করছিলেন। কিন্তু নিয়তির খেলা এক সময় মনের অজান্তে ঝিমিয়ে পড়েন। এ অবস্থায় সাড়ে ১০টার দকে ঢাকা  থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন তাকে দ্বিখন্ডিত করে চলে যান। পরে জিআরপি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

দিলপাশার ইউনিয়ন পরিষদের সদস্য আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দরিদ্র ওই ব্যক্তি ভেড়া ও ছাগলের পাল নিয়ে দিনরাত পরিশ্রম করেন। এতে ক্লান্ত হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন।