বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে চায় ইলন মাস্কের স্টারলিংক

বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে চায় ইলন মাস্কের স্টারলিংক

ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দেওয়া শুরু করেছে ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। ভবিষ্যতে আরও দেশে সেবার পরিধি বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তালিকায় রয়েছে বাংলাদেশও। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যোগাযোগ করেছে তারা।  

ইলন মাস্কের মহাকাশবিষয়ক সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক। স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে স্টারলিংকের ইন্টারনেট সেবা দেওয়া হয়। বলা হয়, কম খরচে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন মাস্ক। বিশেষ করে বিশ্বের দুর্গম অঞ্চলগুলোতে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট পৌঁছাতে চান তিনি।