‘রুশ বিচ্ছিন্নতাবাদী বাহিনীর অর্ধেকের বেশি হতাহত’

‘রুশ বিচ্ছিন্নতাবাদী বাহিনীর অর্ধেকের বেশি হতাহত’

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দোনেৎস্ক মিলিশিয়া একাই তাদের মূল বাহিনীর ৫৫ শতাংশ হারিয়েছে বলে ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা অনুমান করছেন।

যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়া খুব সম্ভবত ইউক্রেনের পূর্ব দোনবাসে বিপুল সংখ্যক রিজার্ভ ইউনিট মোতায়েন করতে যাচ্ছে। 

দোনবাসে রাশিয়ার নিজস্ব ও প্রক্সি বাহিনীর ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ বিষয়টিও তুলে ধরেন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তারা। 

যদিও রাশিয়া কয়েক মাস ধরে নিজ বাহিনীর হতাহতের বিস্তারিত তথ্য এড়িয়ে গেছে। তথাকথিত ডোনেটস্ক পিপলস রিপাবলিকের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা দারিয়া মোরোজোভা গত সপ্তাহে বলেছিলেন, তাদের বাহিনীর ২১১৮জন নিহত এবং ৮ হাজার ৮৯৭ জন আহত হয়েছেন।  আরও ৬৫৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ইউক্রেনের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মতে, রাশিয়ান বাহিনী প্রতিবেশী লুহানস্ককে জয় করার দিকে মনোনিবেশ করছে। লিসিচানস্ক শহরকে ঘিরে ফেলা এখন তাদের লক্ষ্য।

আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই বলেছেন, শহরে বিশাল ধ্বংসযজ্ঞ’ চলছে।