চুক্তি খারিজ মাস্কের, টুইটার কোর্টে

চুক্তি খারিজ মাস্কের, টুইটার কোর্টে

চুক্তি খারিজ মাস্কের, টুইটার কোর্টে

টুইটার কেনার চুক্তি থেকে সরে এসেছেন ইলন মাস্ক। এরপরই তার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছে টুইটার।মেরিল্যান্ডের আদালতে টুইটারের আবেদন, কোর্ট যেন ইলন মাস্ককে চার হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনতে বাধ্য করে।মাস্কের সাথে টুইটারের যে চুক্তি হয়েছিল, তাতে মার্কিন ধনকুবের টুইটারের প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কিনতে রাজি হয়েছিলেন।

টুইটার কী বলছে?

টুইটারের বক্তব্য, 'মাস্ক মনে করছেন, তিনি যখন খুশি মন পরিবর্তন করতে পারেন, কোনো কোম্পানিকে কেনার জন্য চুক্তি করে, সেখান থেকে সরেও আসতে পারেন। তিনি চুক্তি আইনের ঊর্ধে।'

কোম্পানির তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 'টুইটার ও তার শেয়ারহোল্ডারদের প্রতি মাস্ক তার দায়িত্ব পালন করতে চাইছেন না। কারণ, তিনি মনে করছেন, এই চুক্তি আর তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পারবে না।'

মাস্ক কেন চুক্তি থেকে সরলেন?

গত শুক্রবার মাস্ক ঘোষণা করেন, তিনি চুক্তি বাতিল করছেন। তার দাবি, টুইটার তাদের প্ল্যাটফর্মে ভুযা অ্যাকাউন্টের সংখ্যা জানায়নি। তারা চুক্তিভঙ্গ করেছে।

টুইটার এর আগে জানিয়েছিল, তাদের প্ল্যাটফর্মে পাঁচ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া। আর তারা গত মাসে কোটি কোটি টুইট সম্পর্কে তথ্য মাস্কের হাতে তুলে দিয়েছে।

আদালতে করা আবেদনে টুইটার বলেছে, 'চুক্তি খারিজ করা মাস্কের ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। টেসলার শেয়ারের দাম পড়ে যাওয়ায় মাস্ক এই কাজ করলেন। কারণ, যে যুক্তি দিয়ে তিনি চুক্তি খারিজ করেছেন, সেটা বড় কোনো সমস্যা নয়।'
সূত্র : ডয়চে ভেলে