জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারদের প্রশিক্ষণ সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারদের প্রশিক্ষণ সম্পন্ন

সংগৃহীত

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের ১১৯ জন সহকারী রেজিস্ট্রারের (সমমান) আইসিটি দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার গাজীপুর ক্যাম্পাসে একাডেমিক ভবনে সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (উপাচার্যের রুটিন দায়িত্ব) স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। গত ১৪ আগস্ট এই প্রশিক্ষণ শুরু হয়। ২৫ দিনব্যাপী চলা এই প্রশিক্ষণের আজ ছিল সমাপনী অনুষ্ঠান। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। এতে আরও উপস্থিত ছিলেন আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, পরিবহন দপ্তরের পরিচালক মেজবাহ্ উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তী, এস্টেট দপ্তরের পরিচালক হাসান আমীর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি দপ্তরের সিস্টেম এনালিস্ট ড. মো. হায়দার আলী।