পাবিপ্রবিতে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক

পাবিপ্রবিতে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক

পাবিপ্রবিতে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক

চলমান ফুটবল বিশ্বকাপ ২০২২ উপলক্ষে একটি রম্য বিতর্কের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। শুক্রবার বিকাল ৩ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে এই রম্য বিতর্কের শুরু হয়। বিশ্বকাপের উপলক্ষে অনুষ্ঠিত এই বিতর্কের বিষয় ছিল ‘তর্কে নয় যুক্তিতে জয়, কাতার বিশ্বকাপে হবে আমাদেরই বিজয়'। যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের হয়ে মোট ছয়জন বিতার্কিক বিতর্ক করেন। প্রতিযোগিতায় আর্জেন্টিনা সমর্থক হয়ে বিতর্ক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল বাশার,সোমা ভদ্র এবং আনোয়ার হোসেন।

ব্রাজিল হয়ে বিতর্ক করেন তানসু দাস,ইমন হোসেন এবং সাজ্জাদ হোসেন। অংশগ্রহণকারী প্রত্যকেই তার নিজ দলের ইতিহাস-ঐতিহ্য, বিভিন্ন ধরণের কৃতিত্ব এবং শৈল্পিক খেলাকে তুলে ধরেন। বিভিন্ন ইতিবাচক দিক এবং অন্য দলের সম্পর্কে হাস্যরসাত্মক সমালোচনা করেন। মাঝে মাঝে ছুড়ে দিয়েছেন প্রশ্নও। বিতর্ক শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী হাসান বলেন, বিতর্কের মাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও সমালোচনার সাপেক্ষে সুষ্ঠু সমাধান ও সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রত্যয়ে আমাদের এ আয়োজন। সর্বোপরি এই বিতর্কে সবারই জয় হয়েছে। আমাদের এই ফুটবল বিশ্বকাপকে আনন্দ হিসেবে উপভোগ করতে হবে এবং নিজের দেশের ফুটবলে উন্নতির জন্য কাজ করতে হবে।